ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

বাংলাদশে আছে বিশ্বসেরা অলরাউন্ডার, নেই কোনো তারকা

প্রকাশিত: ২০:২০, ৩০ আগস্ট ২০২৩

আপডেট: ২০:২১, ৩০ আগস্ট ২০২৩

বাংলাদশে আছে বিশ্বসেরা অলরাউন্ডার, নেই কোনো তারকা

ছবি সংগ্রহীত

এখনও ক্রিকেটের সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত আছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে এশিয়া কাপের দলে জায়গা হয়নি। অন্তত লাল বলের ক্রিকেটে এখনও ভারত দলের নিয়মিত মুখ তিনি। ক্রিকেট ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ফেসবুক, টুইটার বা ইউটিউবে নিয়মিত হাজির হন তিনি।

সবশেষ নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বললেন বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে। অশ্বিন জানান, বাংলাদেশ দল দারুণ সম্ভাবনাময় হলেও এখানে আজ পর্যন্ত বড় কোন তারকা খেলোয়াড় তৈরি হয়নি। তবে সাকিব আল হাসান যে ব্যতিক্রম সেটাও জানালেন তিনি। 

বাংলাদেশ নিয়ে নিজের মন্তব্যে অশ্বিন বলেন, 'বাংলাদেশ সব সময় দুর্দান্ত সম্ভাবনা নিয়ে আসে। তারা আমাকে ১৯৯০ সালের ভারতের কথা মনে করিয়ে দেয়। যে দলের অসাধারণ সম্ভাবনা, দারুণ আগামী। কিন্তু বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দ্রুত এগিয়েছে । কোন এক কারণে সেরকম তারকা বোলার বা তারকা ব্যাটার তারা তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে তারকা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান। সে ব্যাটে-বলে এখনো অবদান রেখে চলেছে। অধিনায়ক হিসেবে সে ফিরল।'

আরও পড়ুনঃ যেভাবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বললেন তাসকিন

তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের প্রশংসাও ঝরলো অশ্বিনের কণ্ঠে, 'আমি তাওহীদ হৃদয়ের কথা বলবো। সে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৪৮.২৫ গড়ে ব্যাটিং করেছে। আসন্ন এশিয়া কাপ তার খুব বড় একটি পরীক্ষা হবে। সে যদি এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আমি মনে করি এই টুর্নামেন্ট শেষে একজন ব্যাটিং সুপারস্টার পেতে যাচ্ছে।'

বাংলাদেশকে কন্ডিশন নির্ভর দল হিসেবেই দেখছেন অশ্বিন। তিনি বলেন, 'আমার মনে হয় বাংলাদেশ একটি কন্ডিশন নির্ভর দল। তারা যখন মিরপুরে খেলে তখন তারা সম্পূর্ণ ভিন্ন রকম খেলে। যখন তারা বাইরে খেলতে যায় তখন তাদের ব্যাটিং এবং বোলিং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে কিনা সেটা দেখতে। কোনো সময় তারা মানিয়ে নেয় আবার কোনো সময় তারা সেটা পারে না।’

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531