ইংল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জতে ইংলিশদের বাংলাওয়াশ করলো টিম টাইগার্স। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবালো সাকিবের দল।
এর আগে বাংলাদেশ সফরে এদিন প্রথমবারের মতো টস জিতে ইংলিশরা। জস বাটলার প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় এদিন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগের ম্যাচগুলোয় ভালো না খেলা লিটন দাস এদিন দারুণ খেলেছেন। লিটন দাসের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে টিম টাইগার্স।
৫৭ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন। ১০টি চারের সাথে ১টি ছক্কা হাকান লিটন। এছাড়া ৪৭ রান সংগ্রহ করেছেন নাজমুল হোসেন শান্ত। এতে করে নির্ধারিত বিশ ওভারে ২ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে আদিল রশিদ একটি ও ক্রিস জর্ডান একটি উইকেট শিকার করেছেন।
বি