Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন পান্ডিয়া

ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

Advertisement
Advertisement

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন পান্ডিয়া

প্রকাশিত: ১৮:৩১, ২০ নভেম্বর ২০২৪

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন পান্ডিয়া

পান্ডিয়া

ভারত খেলছিল দক্ষিণ আফ্রিকায়, ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে। ভিন্ন কন্ডিশনের এই দুই সিরিজে পরোক্ষে লড়াই চলেছে হার্দিক পান্ডিয়া–লিয়াম লিভিংস্টোনের মধ্যে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেই লড়াইয়ে জয় শেষ পর্যন্ত ভারতীয় তারকার। লিভিংস্টোনকে টপকে অলরাউন্ডারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন পান্ডিয়া।

৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এ নিয়ে দ্বিতীয়বার টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করেছিলেন পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চার ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত ১৫ নভেম্বর। ভারতের ৩–১ ব্যবধানে জয়ের এই সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ডিয়া। আর সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচে তিন ওভার বোলিং করে ৮ রানে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে পান্ডিয়ার রেটিং এখন ২৪৪, দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষে।

১ নম্বরে যিনি ছিলেন, সেই লিভিংস্টোন ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এর মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। বাকি চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ–ট্রফি হাতে তুলেছে ইংল্যান্ড। লিভিংস্টোন চার ম্যাচের তিনটিতে ব্যাট করে একটিতে অপরাজিত ২৩ এবং বাকি দুটিতে ৩৯ ও ৪ রান করে। আর বল হাতে চার ম্যাচে নেন ৩ উইকেট।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অবদানের দিক থেকে পান্ডিয়ার কাছে পিছিয়ে গেছেন লিভিংস্টোন। ২৩০ রেটিং পয়েন্টে ইংলিশ অলরাউন্ডারের অবস্থান এখন ৩ নম্বরে। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী।

পান্ডিয়া ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের আরও কয়েকজন খেলোয়াড়ের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা তিলক ভার্মা এগিয়েছেন ৬৯ ধাপ। ব্যাটসম্যানদের মধ্যে তাঁর অবস্থান এখন তিনে।

ব্যাটিংয়ের শীর্ষ দুটি জায়গায় যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের ফিল সল্ট। টি–টোয়েন্টি বোলারদের ১ ও ২ নম্বরও অপরিবর্তিত। শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন পিছিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা উঠে এসেছেন তিনে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531