ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

প্রকাশিত: ১৫:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

হান্নান সরকার

এক সময় তিনি ছিলেন কোচ। পরে হলেন বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক, এরপর গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতেও আসেন।

কিন্তু ঠিক এক বছর পূর্ণ হতেই হান্নান সরকার ছেড়ে দিলেন নির্বাচকের পদ। উদ্দেশ্যআবারও কোচিংয়ে ফিরে যাওয়া।

কাল রাতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করে হান্নান আজ বলেছেন, ‘আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত। নির্বাচকের কাজটাও আমি উপভোগ করছিলাম। কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে আরও বেশি দেওয়া সম্ভব।

প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে এরই মধ্যে দুই-একটি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন হান্নান। তাঁর ইচ্ছা আছে প্রথম শ্রেণির ক্রিকেট এবং ভবিষ্যতে বিপিএলেও কাজ করার। তবে বড় লক্ষ্যটা বাংলাদেশের কোনো দলের সঙ্গে কাজ করা।

হান্নান বলেছেন, ‘বর্তমান বোর্ড শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচদের গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি আমারও শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে কিছু দেওয়ার আছে। নির্বাচক পদ ছেড়ে দিয়েছি। এখন বিসিবি যদি মনে করে, আমি সে রকম কোনো দায়িত্বও নিতে প্রস্তুত আছি। নিজেকে পুরোপুরি কোচিং পেশায় নিয়োজিত করতে চাই।

লেভেল-টু কোচিং কোর্স সম্পন্ন করা জাতীয় দলের সাবেক ওপেনার হান্নানের ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বিপিএলেও কোচিংও করানোর অভিজ্ঞতা আছে।

লিটনকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

হান্নানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ এই প্রতিবেদককে বলেছেন, ‘হান্নান আরও কয়েক দিন আগেই আমাকে বলেছে কোচিংয়ে ফিরতে চায়, তাই আর নির্বাচক থাকতে চায় না। আমিও বলেছি ঠিক আছে। আমরা পরবর্তীতে বসে তার জায়গায় নতুন কাউকে নেব।

গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটিতে তাঁর সঙ্গী হিসেবে এখন আছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531