ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

এক দল হয়েই খেলতে চায় ‘১৫ অধিনায়কের’ পাকিস্তান

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

এক দল হয়েই খেলতে চায় ‘১৫ অধিনায়কের’ পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান

প্রত্যাশার চাপটা মোহাম্মদ রিজওয়ানের ওপরই সবচেয়ে বেশি। ২৯ বছর আর ৫৬ আসর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট, সঙ্গে এই পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। প্রত্যাশার পারদটা আন্দাজ করাই যায়। একা এই প্রত্যাশা মেটানো সম্ভব নয় অধিনায়ক রিজওয়ানের।

সে কারণেই দলের সবার ভূমিকার কথা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। সেটাও এমনভাবে যে কারও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, তাঁর দলের সবাই অধিনায়ক। অধিনায়ক হলে দায়িত্ব এড়ানো যায় নাকি!

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এখনো প্রথাগত কৌশলেই খেলে। দলের মধ্যে ওই অর্থে হুট করে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, এমন ক্রিকেটারের সংখ্যা কম। এ কারণেই দলটির দল হয়ে জ্বলে ওঠা বেশি গুরুত্বপূর্ণ।

একজন খেলোয়াড় হিসেবে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব যে আমাদের সচেতনতা, পেশাদারির দিক থেকে আরও উন্নতি করতে হবে।

রিজওয়ানের চোখও দলের সবার পারফরম্যান্সে, ‘সাধারণত, যখন আমরা জিতি, একজন অধিনায়ক হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হই, যখন পুরো দল জয়ে অবদান রাখে। আমার দলে থাকা ১৫ জন খেলোয়াড়ই অধিনায়ক। আমি শুধু টসের সময় সামনে আসি, কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ। যখন আমরা মাঠে নামি, তখন আমরা একসঙ্গে একটি দল।

পাকিস্তান কি ঘরের মাঠের এই টুর্নামেন্টে আন্ডারডগ? বোধ হয় না। তবে ২০১৭ সালের সর্বশেষ আসরে দলটি আন্ডারডগই ছিল। চোটের সঙ্গে লড়াই করা সরফরাজ আহমেদের পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারে, এমন চিন্তা কম মানুষের মধ্যেই ছিল।

চ্যাম্পিয়ন হতে এমন কিছু যদি সহায়তা করে, তাহলে এটাই ভালো বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক, ‘এটাই যদি জয়ের উপায় হয়, দয়া করে আমাদের অবমূল্যায়ন করুন, যাতে আমরা জিততে পারি। তবে আমাদের অনেক কিছুই এখনো নিখুঁত নয়। একজন খেলোয়াড় হিসেবে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব যে আমাদের সচেতনতা, পেশাদারির দিক থেকে আরও উন্নতি করতে হবে। আশা করি, এমন পরিস্থিতি আর আসবে না, যেখানে আমাদের কম মূল্যায়ন করা হবে এবং তারপর আমরা জিতব।

চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন হারিস রউফ। পরে পুরো সিরিজে ছিলেন বিশ্রামে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো পুরো ফিট হারিসকেই পাচ্ছে পাকিস্তান, ‘গতকাল (পরশু) রউফ প্রায় ৬ থেকে ৮ ওভার বোলিং করেছে। এর আগে ও ৬০ শতাংশ বোলিং করেছে, আজ (কাল) পুরো ছন্দে বোলিং করেছে। ও বলেছে, ওর কোনো সমস্যা নেই। আশা করছি, ও পুরো ফিট।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531