
জো রুট
ক্রিকেট বিশ্বে সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন জো রুট। তবে টেস্ট ক্রিকেটে তার অবদানই তাকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছে। রুটের সঙ্গে তুলনা করা হয় শচীন টেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারার মতো গ্রেটদের সঙ্গে।
তবে ওয়ানডে ক্রিকেটে তিনি নিজেকে খানিকটা গুটিয়ে রেখেছিলেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথম শিরোপা জেতানোর পরও ৫০ ওভারের ফরম্যাটে তাকে খুব বেশি ব্যস্ত দেখা যায়নি। কিন্তু তাতে কি! সুযোগ পেলেই নিজের সামর্থ্যের জানান দেন এই ইংলিশ ব্যাটার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলের স্কোর সমৃদ্ধ করেছেন। তার এই ইনিংসে ছিল দারুণ সব শটের প্রদর্শনী, সঙ্গে ছিল বেন ডাকেটের সঙ্গে ১৫৮ রানের রেকর্ডগড়া জুটি। অ্যাডাম জাম্পার বলে আম্পায়ার্স কলে আউট হওয়ার আগে তিনি গড়েছেন নতুন দুটি রেকর্ড।
প্রথমত, ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে আগে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে আছেন রুট। ৮৭ ইনিংসে ৪৪.৮০ গড়ে তিনি করেছেন ৩,৭১৯ রান, পেছনে ফেলেছেন এউইন মরগানের ৩,৬৭১ রানকে।
দ্বিতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ব্যাটিং গড় এখন রুটের দখলে। এই টুর্নামেন্টে কমপক্ষে ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে তার গড় ৫৫.৪৪, যা তাকে তালিকার চতুর্থ স্থানে নিয়ে গেছে। তার ওপরে আছেন কেবল বিরাট কোহলি (৭৮.৭১), শিখর ধাওয়ান (৭৭.৮৮), সৌরভ গাঙ্গুলি (৭৩.৮৮) ও ড্যামিয়েন মার্টিন (৬১.৫০)।
টেস্ট হোক বা ওয়ানডে—ক্রিকেটের যে ফরম্যাটেই খেলুন না কেন, জো রুট তার ব্যাটিং নৈপুণ্যে ইতিহাস গড়েই চলেছেন।