ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

ওয়ানডেকে বিদায় বললেন মুশফিক, আবেগঘন বার্তা মাশরাফির

প্রকাশিত: ১৪:১৯, ৬ মার্চ ২০২৫

ওয়ানডেকে বিদায় বললেন মুশফিক, আবেগঘন বার্তা মাশরাফির

মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। এবার ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কেবল টেস্টেই মনোযোগী থাকবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর ভাবনা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আরও এক বছর থাকার কথা থাকলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মুশফিক ব্যাপক সমালোচনার মুখে পড়েন। টুর্নামেন্টে দুই ম্যাচে মাত্র ২ রান করায় পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিকে, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের ওয়ানডে থেকে অবসরের ঘোষণাও হয়তো তাঁকে ভাবিয়ে তুলেছিল।

মাশরাফির আবেগঘন বার্তা

মুশফিকের অবসরের খবরে দেশের ক্রিকেটাঙ্গনে আবেগের জোয়ার বয়ে যায়। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিকাতর হয়ে লেখেন,
‘তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

দুজন প্রায় ১৫ বছর একসঙ্গে বাংলাদেশের হয়ে খেলেছেন ২১২ ম্যাচ। একজন ছিলেন আরেকজনের নেতৃত্বেও। মুশফিকের পরিশ্রমের প্রশংসা করে মাশরাফি বলেন,
‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে।’

এখন শুধু টেস্টের পথে মুশফিক

মুশফিক এখন থেকে শুধু টেস্ট ফরম্যাটে খেলবেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলা থেকে তিনি মাত্র ছয় ম্যাচ দূরে। মাশরাফি তাঁর টেস্ট ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে বলেন,
‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও।’

মুশফিকের এই বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি যুগের অবসান হলেও, তাঁর টেস্ট ক্যারিয়ারে আরও অনেক অর্জনের অপেক্ষায় আছেন ভক্তরা।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531