ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির, লক্ষ্য আইপিএল

প্রকাশিত: ১৭:১৬, ৮ মার্চ ২০২৫

ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির, লক্ষ্য আইপিএল

আমির

রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ নেই। তবে নাগরিকত্ব পরিবর্তন করলে সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না। এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির

আমিরের স্ত্রী নারজিস খাতুন ব্রিটিশ নাগরিক হওয়ায় তিনিও যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আশা করছেন, আগামী বছর নাগরিকত্ব পেয়ে আইপিএলে খেলার সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে আমির বলেন, ‘যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না? আমি আইপিএল খেলতে চাই এবং আশা ছাড়ছি না।’

আজহার মাহমুদের পথেই হাঁটতে চান আমির

এর আগেও পাকিস্তানি ক্রিকেটাররা নাগরিকত্ব পরিবর্তনের মাধ্যমে আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। ২০১২ সালে আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছিলেন। আমিরও সেই পথেই এগোতে চান।

বেঙ্গালুরুর হয়ে খেলতে চান আমির

আইপিএলে সুযোগ পেলে কোন দলে খেলতে চান—এমন প্রশ্নে আমির জানিয়েছেন, তিনি বিরাট কোহলির ভক্ত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে আগ্রহী।

আমির বলেন, ‘আমি কোহলির প্রতিভাকে শ্রদ্ধা করি। সে আমাকে ব্যাট উপহার দিয়েছিল, যা দিয়ে আমি খেলেছিও। আমার বোলিংও সে পছন্দ করে। তাই বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে ভালো লাগবে।’

এখন দেখার বিষয়, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমির সত্যিই আইপিএলে সুযোগ পান কি না!

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531