
আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান, আর এক পয়েন্ট পেলেই একই পথে হাঁটবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আলবিসেলেস্তেরা আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে।
সে ম্যাচে ড্র করলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের। কারণ বাকি পাঁচ ম্যাচে হেরেও তারা নকআউটের বাইরে যাবে না। এমনকি সর্বনিম্ন প্লে-অফ নিশ্চিত তাদের জন্য।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয়টি দল, সপ্তম দল পাবে প্লে-অফের সুযোগ। বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত বললেই চলে।