ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত: ১৩:৪১, ২৪ মার্চ ২০২৫

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল

তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তামিম ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হার্টে ১০০ শতাংশ ব্লক ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি এবং সেখানেই তার হার্টে একটি রিং পরানো হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তামিমের প্রাথমিক পরীক্ষায় সামান্য সমস্যা ধরা পড়লেও রক্ত পরীক্ষার পর জটিলতা বেড়ে যায়। ঢাকায় ফেরার আগেই তার বুকে তীব্র ব্যথা শুরু হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়, যেখানে ম্যাসিভ হার্ট অ্যাটাক ধরা পড়ে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে আছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531