ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

তামিমের জন্য দোয়া চাইলেন যুবরাজ, মনোজ তিওয়ারি ও মালিঙ্গা

প্রকাশিত: ১৮:৫২, ২৪ মার্চ ২০২৫

তামিমের জন্য দোয়া চাইলেন যুবরাজ, মনোজ তিওয়ারি ও মালিঙ্গা

তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ অনেকে।

টুইটারে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’ মালিঙ্গা লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’

যুবরাজ সিং টুইট করেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’

 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531