ঢাকা,  বুধবার
১৬ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

রাগের বসে ভয়ংকর ট্যাকল, লাল কার্ড এমবাপ্পের—ক্ষমা চেয়ে নিজেই বুঝলেন ভুল

প্রকাশিত: ১১:৪৫, ১৪ এপ্রিল ২০২৫

রাগের বসে ভয়ংকর ট্যাকল, লাল কার্ড এমবাপ্পের—ক্ষমা চেয়ে নিজেই বুঝলেন ভুল

এমবাপ্পে

লা লিগায় জিতেছে রিয়াল, তবে শাস্তির মুখে ফরাসি তারকা; চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচ সামনে

লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে জয় পেলেও রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি নিখাদ আনন্দের হয়ে ওঠেনি। ম্যাচের ৩৮ মিনিটে রেফারির সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ খেলোয়াড়দের একের পর এক ছোটখাটো ফাউলে বিরক্ত এমবাপ্পে শেষ পর্যন্ত প্রতিক্রিয়া হিসেবে করে বসেন ভয়ংকর এক ট্যাকল—যার পরিণতিতে তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

তবে ম্যাচের পর এমবাপ্পে নিজের ভুল বুঝতে পেরেছেন, ক্ষমাও চেয়েছেন আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর কাছে, যাঁর ওপর ট্যাকলটি করেছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে এমবাপ্পে নিজে গিয়েই ব্ল্যাঙ্কোর কাছে দুঃখ প্রকাশ করেন।

কী ঘটেছিল সেই মুহূর্তে?

রিয়াল ম্যাচে তখন এগিয়ে আছে ১-০ গোলে—৩৪ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার করা গোলে। কিন্তু এর মাত্র চার মিনিট পরই ঘটে নাটকীয় মুহূর্তটি। আলাভেস মিডফিল্ডার ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দিলেও, ভিএআরের রিপ্লে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে এমবাপ্পেকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

আনচেলত্তির প্রতিক্রিয়া

রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিষিদ্ধ থাকায় ডাগআউটে ছিলেন তাঁর ছেলে ও সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন,
“এমবাপ্পে কোনোভাবেই সহিংস খেলোয়াড় নয়। সে বুঝেছে ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে। হ্যাঁ, এটা লাল কার্ডই ছিল।”

তিনি আরও বলেন,
“সম্ভবত ম্যাচের শুরু থেকে হওয়া ছোট ছোট ফাউলের চাপেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছে সে। এটা সঠিক প্রতিক্রিয়া না, কিন্তু হয়ে গেছে আর কী!”

কত ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন এমবাপ্পে?

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি ট্যাকলের ফলে প্রতিপক্ষ খেলোয়াড় গুরুতর চোট না পান, তবে সাধারণত দুই ম্যাচের বেশি নিষেধাজ্ঞা হয় না। এমবাপ্পের ক্ষেত্রেও তাই এক থেকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এখন অপেক্ষা, শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের।

চ্যাম্পিয়নস লিগে সামনে বড় চ্যালেঞ্জ

রিয়ালের সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। আগামী বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলবে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে তারা হেরেছে ৩-০ গোলে। এই অবস্থায় আনচেলত্তির দলকে দিতে হবে জবাব, আর এমবাপ্পে এই ম্যাচে থাকবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

লিগের বর্তমান অবস্থা

লা লিগায় ৩১ ম্যাচ শেষে বার্সেলোনার সমান ম্যাচ খেলেও রিয়াল ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে। তাদের পরবর্তী দুই লিগ ম্যাচ বিলবাও ও হেতাফের বিপক্ষে। এমবাপ্পের নিষেধাজ্ঞা এই ম্যাচগুলোতেই কতটা প্রভাব ফেলবে, সেটা দেখার বিষয়।


এমবাপ্পের এই আচরণ নিঃসন্দেহে হতাশাজনক, তবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তিনি যে শুদ্ধির পথে আছেন, সেটাও প্রমাণ করলেন। এখন দেখার বিষয়, রিয়াল এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা, বিশেষ করে ইউরোপের মঞ্চে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531